-                     এক
                (রূপসী বাংলা)

ঝির ঝির বাদল শেষে আকাশে ফুটে রংধনু
নবান্নে ভরে গোলা, চাষীর ঘরে বাজে বেণু;
        শুভ্রতার ছোঁয়ায় ধরিত্রী হাসে
        চারিদিক ভরা শিউলি সুবাসে
হেন রূপসী বাংলা কোথাও দেখিনি কখনো।

                      দুই
                (ফুলেল বর্ষণ)

প্রাতে দেখি ফুলেল বর্ষণ হাসির ফোয়ারা
ভাবি পৃথিবীটা বুঝি এমনি আকুল করা;
        শুরু পাথর বৃষ্টি দুপরে
        জমে জল হৃদ সরোবরে
নেই অবসর, বহে লোহিত নির্ঝর ধারা।

               ছন্দ:ক ক খ খ ক
           রচনা:আশ্বিন ২০,১৪২১