. এক
খুঁজি যারে আকাশে পাতালে
পাহার চূড়ে দেশ বিদেশ;
সেতো আমারই হৃদয় কমলে
চেয়ে মুখ পানে অনিমেষ।
দুই
মেঘ পরীর মতো তুমি চাও
বেড়াবে ভেসে আকাশ ঘেঁষে
ভাবছো,তারা চিরদিন পাশে
আজন্ম তুমি একাকী শেষে।
তিন
যে সমীরণ পাশে আজীবন
রং বদলায় সেও,এই তো পরিহাস;
কখনো নির্মম,করি রোদন
বধির শুনে না অজুহাত কাড়ে শ্বাস।
চার
তরল তিমিরে খাচ্ছি হাবুডুবু
সহসা হবো নিমজ্জিত;
স্বপ্নের শুধুই ফালাফালি তবু
জানে না গভীরতা কত।
পাঁচ
আমরা পথিক গন্তব্য নেই জানা
দিবানিশি চলি পথ সন্ধানে;
না জানে কেউ কতদূর সীমানা
কখনো ভাটি,কখনো উজানে।
ছয়
ঘাত প্রতিঘাত যতই দাও তাকে
না উহ্ ধ্বনি,না তার অশ্রু চোখে;
দিয়েই যায় ছায়া
এতো মমতা মায়া
দিয়ে বেড়ায় ফুল ফল ঝাঁকে ঝাঁকে।