যাদের শ্রমে ঐ সুরম্য অট্টালিকা
    চোখে মুখে গর্ব তোমার;
যাদের বদৌলতে কর অহমিকা
    পায় অবহেলা সবার।

কত ঘাম কত তাদের রক্ত কণা
    ইট পাথরের পরতে;
মূল্য দিই কোথা?,পায় সতত ঘৃণা
    নেই কদরও জগতে।

শৌচ শুচিতা আসে গঞ্জে শহরে
    আজি তারাই যে অশুচি;
কে পোষে আর তাদের স্নেহ আদরে
    আয়াসে আমরাই বাঁচি।

যে জল আমাদের প্রাণ,প্রিয় পেয়
    স্থিতি তার প্রণালীপয়ঃ;
তখনই যেন সে প্রিয় বড়ই হেয়
    জীবিকা তুচ্ছ,মানুষ নয়।

           রচনা:২০১১