.        (চন্দিমার উদারতা)

চন্দ্রিমার কি আলো আছে ? কখনো নেই
     তবু হাসে আকাশের বুকে;
ধার করা আলো, করে বিতরণ যেই
     নাচে তাই বসুন্ধরা পুলকে।

মানুষ পশুপাখি, যেন তার আপন
     ছোট্ট যে শিশুটি মায়ের কোলে;
কান্না থামে, এতই মায়া,পদ্ম লোচন
     ধারের সবি দেয় যে ঢেলে।

মিথ্যুক সেজে মানুষ ভালোবাসা কুড়ায়
     মিথ্যে বড়াই,করে অহমিকা;
অথচ সত্যে অটল, কিছুই না পায়
     হয় না যে তাদের সুখ চাখা।

আমাদের অনেকের কত বিত্ত থাকে
     থাকে পরিজন,চিলতে ভূমি;
আরো চাই,কিছু নেই রিক্ত এ ভূলোকে
     করি অভিযোগ ‘নিষ্ঠুর তুমি’।

চাঁদের কি আছে,যেন ধার করা আলো
     বিলায় সবি,স্নিগ্ধতা শুভ্রতা;
হৃদয়খানি তার,চায় জগতের ভালো
     কিছু নেই,তবুও উদারতা।

             রচনা:২০১১