যে চাঁদ লুকিয়ে মেঘের আড়ালে
খুঁজতে বেড়িয়েছো দিল্লী শহর;
তন্ন তন্ন করে খোঁজ ডালে ডালে
করো একাকার এ নুড়ি পাথর।
সে তো পাশেই,তবুও অচেনা
ঘুরে ফিরে ক্ষুব্ধ মনে স্বীয় ঘরে;
করো দিবা নিশি যার উপাসনা
হও বিহ্বল,কত না অশ্রু ঝরে।
‘তুমিকে’ তুমি চিনতে কর ভুল
গা’খানি ঢেকে বসা পাশে,রতন;
চেয়ে তোমারই পানে,হাতে ফুল
কর অবহেলা তারে,কত অযতন।
তবু অটল,ভেবে ভেবে পাথর
উন্নাসিক যে তুমি,ভাব না তারে;
যাবে ফেলে,ভেঙ্গে পিঞ্জর পাঁজর
অভিমানে,তবু পাশে নিরাকারে।