এ দ্যুলোকে ভূলোকে তুমিই দীপ্তিমান
করেছো সৃজন সবই যে নিজ হাতে;
নিরন্তর গাই তোমারই জয়গান
অদৃশ্য যদিও,গেঁথে রও হৃদয়েতে।
রূপ রঙ ঢেলে সাজিয়েছো বসুন্ধরা
সাধ্য কার আঁকে হেন জীবন্ত ছবি;
আড়ালে তুমি,না জানি কত রূপ কাড়া
কি গভীর দর্শন মনে,সতত ভাবি।
হাজারো মখলুকাত,কোটি প্রাণ তাতে
কারো ক্রন্দন কারো হাসি,শাস্তি বিধান;
মহা গণিতজ্ঞ, সবি সূক্ষ্ম অনুপাতে
কাকে কতটুকু, কে পাবে কি অনুদান।
হয়ে পড়ি বিমোহিত, হই অভিভূত
ভাবি যতো সবই যেন গুলোয় ততো।
চতুর্দশপদী কবিতা
রচনা:২০১০