কার্ত্তিকে ভর করে হেমন্ত এলো
দোল খেতে খেতে হিমেল বাতাসে;
শরতের মেঘগুলো নেমে এলো
ভূমে,যেন কুয়াশা কন্যার বেশে।
খাল বিলে ফুটেছে শাপলা ফুল
ধান ক্ষেত সেজেছে সোনালী রঙে;
ঘরে ঘরে আনন্দ উচ্ছ্বাস প্রতুল
হিমে ভেজা ফড়িং নাচে কত ঢঙে।
শরত সহোদরা সেজেছে নব বধু
শীত শীত আমেজে করবে উৎসব;
চারিদিকে পাই সে নবান্ন ঘ্রাণ শুধু
উলু উলু ধ্বনি বধুদের কলরব।
গোধূলি লগনে আড়ালে দাঁড়িয়ে রবি
হাসে, শুরু কুয়াশা কন্যার পায়তারা;
দূর্বাঘাসের প্রেম বানে যেতে চায় ডুবি
সূর্যি মামা জাগার আগে পালাবে তারা।