সময় তো টিক্ টিক্ করে চলে পথ
হালত মানুষের না বদলে কখনো;
যুগ যুগ ঝুপড়ি ঝোপ করুণা যুত
আজ যেমন অতীতেও তেমনি যেন।
জীর্ণ পলিথিন ঘেরা রাস্তার দু’ধারে
আশ পাশ আবর্জনা বিষ্ঠার দুর্গন্ধ;
মানুষের চলাফেরা নাক চেপে ধরে
কোথায় কল্যাণ কাঠামো সবাই অন্ধ।
কত যে বসন্ত,বছর গড়িয়ে গেলো
কঙ্কাল সার অপুষ্টিতে মানব শিশু;
উপোসিত মায়ের কোলে জনম নিলো
বোধ হয় সেও অন্ধ,ঐ জগৎ যিশু।
তুফান ঝড়ে বৃষ্টি বাদলে কি যে হাল
যেন প্রলয়,যিনি মা নির্ঘাত মাতাল।
(সুদান ঘুরে এসে)