- আমি কতো যে ভালোবাসি
তোমাকে ‘কবিতা’;
হৃদয় সতত তোলপাড় করে
নিয়েছ তুমিও যেন আমায়
আপন করে;
সাজাতে তোমায় খুঁজে ফিরি
তাই শব্দ কথা।
মাঝে মাঝে দাও তুমি
নিশিতেও উঁকি;
বড্ড নীরব,মুখে দেখি মৌনতা
মনে হয় অন্তরে তোমারও
দহন ব্যথা;
তাহলে কি বিফল আমার
এই আঁকিবুঁকি ?
কখনো যে লাগো তুমি
বড় আনমনে;
কত ঘরে নেই এক মুঠো ভাত
ভেবে ভেবে অনিদ্রায় তোমার
কাটে যে রাত;
ভাবো তাদের জ্বালা যন্ত্রণা
শয়নে স্বপনে।
কখনো দেখি মুখখানি
বজর কঠিন;
প্রবোধ দিতে গড়ি কাব্য প্রাচীর
শব্দের মালায় সাজাই আমি
বিরোধী বীর;
বাসি যে ভালো আরো তোমার
কণ্ঠ সুর বীণ।