ভূগোলে কোথাও নাই হেন বনলতা
বর্ণিল প্রান্তর সবুজ শ্যামল যেন;
স্বর্গের অপ্সরী সাজিয়েছেন বিধাতা
পুতুল সাজ খেলা,ভাঙ্গা গড়া কখনো।

বসন্তে আসে ধরিত্রী জীবনে যৌবন
খোঁপায় গুঁজে ফুল,গায়ে মাখে সুবাস;
কখন আসবে নাগর নিয়ে ঢৌকন
খায় তাই দোল,হৃদে আনন্দ উচ্ছ্বাস।  

ঝির ঝির বাদলের না হতেই ইতি
আকাশ কপালে বাঁধে সে রংধনু ফিতা;
শিশির ঘাসের প্রীতি,যেই রবি জ্যোতি
দেয় উঁকি, পালায় লাজে লাল দুহিতা।

খাল বিল নদী নালা, পাহাড় পর্বতে
ঘেরা গগন তল, মুখর দিনে রাতে।

         চতুর্দশপদী কবিতা
            রচনা:২০১৩