কাগজের ঐ নৌকোতে বসিয়ে পুতুল
বিয়ে দিতুম পাড়ার বাতাসীর সনে;
ভেসে যেত তেপান্তরে নেই যেথা কুল
বহুদিন পরে,বারে বারে পড়ে মনে।
বাস্তবতার চোখে, ছিল সে মূল্যহীন
স্বপ্ন পালক সবই গেছে যেন ঝরে;
তিলে তিলে ইচ্ছেগুলোও হয়েছে লীন
কোলাহলে এখনো বুঝি তা কেঁদে ফিরে।
জীবন যুদ্ধের সরঞ্জামে ব্যস্ত থাকি
ইচ্ছের রঙিন পাখাও আজ বিকল;
কাঁচের ঘরে পুতুল সেজে দিচ্ছি ফাঁকি
স্বজন বন্ধন সবই তবে নকল।
কোথাও আর যে নেই স্বপন অঙ্কুর
সবই গুড়ে বালি একেবারে ভঙ্গুর।
চতুর্দশপদী কবিতা
রচনা:২০১১