(জাপানে প্রচলিত ‘হাইকু’
    জাপানি কবিতা)

        এক
   এ ভালোবাসা
  সবারই হৃদয়ে
    হয় না চষা ?

        দুই
     নয় বেহুদা
  বসা হৃদ মন্দিরে
    দিতে বসুধা।

        তিন
     করুণা ভিক্ষা
  কেন? দাঁড়াও নিজে
    এ মন্ত্র দীক্ষা।

        চার
    চলো গো সোজা
  পথ পাবে,কাছেই
    ওখানে রাজা।

        পাঁচ
    কেন ভাবছো ?
  ওরা তো যন্ত্রণায়
    ভালোই আছো।

        ছয়
    পালা বদল
  এই দুনিয়া খেলা
    খেলছে ছল।

   মাত্রা: ৫-৭-৫