পথ চলতে চলতে
কত কিছু হয় দেখা।
চৈতের দুপুর,দারুণ উষ্ণতা
ঘর্মাক্ত বদন,এতই আর্দ্রতা;
এখানেই ছিল এক নিম গাছ
দাঁড়িয়েছি নিতে ঠাণ্ডা শ্বাস;
পাশেই ছিল এক জীর্ণ কুঠরি
বেড়িয়ে এলো মিষ্টি এক সে গৌরী।
বলে কি,কে তুমি?এতো বল্লী গাঁও
কাঠ ফাটা এ রোদে কোথায় যাও?
নিয়ে এলো এক নাড়ু,কিছু জল
মুখের ঘামে ভেজা যার আঁচল।
লাজে বলে, ছিল একটাই নাড়ু
আমি ভাবি হেন হৃদয় থাকে কারো।
জিজ্ঞাসি,নামটি কি তবে তোমার?
বলবো,ফেরার পথে এলে আবার।
ঐ ঝুপড়ি ঝিউড়ি,কৈ নিম গাছ
পাঁজর ভেঙ্গে বেরুলো দীর্ঘশ্বাস;
নেই কিছু। খালি মাঠ করে ধূ ধূ
শুধাই যারে,বলে,‘বলে কি বুদ্ধু’।
আবারও চলি পথ
চুপ চাপ একা একা।
********