পথ চলতে চলতে
কত কিছু হয় দেখা।
হটাৎ থমকে দাঁড়াতেই হলো
এখানে এক রাজ প্রাসাদ ছিলো;
দাঁত বের করে আজ ইট হাসে
কামান তাক করেছিল আকাশে।
তারারা যেমন হাসে মিটি মিটি
গোলাপের গন্ধ,ছিলো ঝিকিমিকি;
কিছু নেই। সেও নেই,হতবাক
খাকী বস্ত্র তার,উঁচু যার নাক;
সহসা পেলাম সেথা একজন
গোলা,দালান নেই,কেন এমন ?
বলে কি,আস্ত পাগল দেখছি হে
পাগল সে আমি,উঠলাম চমকে।
আবারও চলি পথ
দিন রাত একা একা।
ক্রমশ ……