যেদিন গুঁজে দিয়েছিলে হাতে গোলাপ
চোখে চোখে করেছিলে সে কত সংলাপ;
উথলে উঠেছিল হৃদে আনন্দ ঢেউ
তুমি আমি দেখেছি আর দেখেনি কেউ।
আজ একি ! এ হৃদয়ে জুড়ে সেই ফুল
দুঃখ হয়ে,করে আমায় বড় ব্যাকুল।
ঐ নদীর ধারে বসেছিলাম দু’জনে
নিঃশব্দে ঢেউ যাচ্ছিল হারিয়ে গোপনে;
তেমনি তুমি আজ তবে হারিয়ে গেলে
বেদনা ভারে ভাসছি তাই অশ্রুজলে।
আজ একি ! নদীও যেন বেদনা লয়ে
চলে ধেয়ে;হই যে অবাক,থাকি চেয়ে।
যে বৃক্ষছায়ায় করেছিনু প্রেমালাপ
দূর্বাঘাসে এখনো যেন রয়েছে ছাপ;
একা একা বসি,ছাড়ি শুধু দীর্ঘশ্বাস
সবুজ বিবর্ণ, এ কেমন পরিহাস ?
আকাশের তারাগুলো,দেখে তাই হাসে
মধু মাখা স্মৃতিগুলো আঁখি জলে ভাসে।
রচনা :২০০৯
(অপরিবর্তিত পুরনো লেখা)