তুমিই তো দিয়েছো এ অহংকার
পেয়েছি বিত্ত,পেয়েছি আরো নাম;
বলো আবার,‘এতো রুষ্ট ব্যবহার?’
‘তোর স্থান শুধু ঐ নরকধাম’।
দিয়েছো প্রতুল হীরা জহরত
তাই এতো গর্ব আনন্দ অসীম;
বলো আবার,‘কোথায় মহব্বত’
গর্দান যাবে কাটা,পাঠাচ্ছি ভীম।
কাউকে দিয়েছো বিশাল সাম্রাজ্য
তাই এতো এই প্রতাপ শোষণ;
কখনো করে না মানুষকে গ্রাহ্য
বলো আবার,‘হবেই তোর মরণ’।
ক্ষুদ্র প্রবাল,জন্ম সমুদ্র কোণে
মানুষে লুটে রক্তে গড়া প্রবাল
তাতে কোন দুঃখ নেই তোমার মনে
করো তছনছ তার বাস চিরকাল।
আর ঐ ঝিনুক,কি কষ্ট জীবন
সারা বেলা পালায়,আড়াল খুঁজে
বুক চিড়ে তার,মোতি অন্বেষণ;
হেন দুঃসময়ে তুমি চোখ বুজে।
লোভ লালসা জন্ম দিয়েছো তুমি
দিয়েছো বনানী এই জলাভূমি;
বলো আবার,‘নেই আমার প্রেমী’
তবে কৈ শান্তি সরল পথ চুমি ?