কোথায় গেল ঐ দিন
খুঁজে ফিরি সারাবেলা;
স্নেহ মায়া সে বিলীন
পাই শুধু অবহেলা।
ভালোবাসা দিলে তারে
পেতাম আঁচল ভরে;
বাঁধি যারে প্রেম ডোরে
ঠেলে আজ বহু দূরে।
হৃদয়ে জমে প্রত্যাশা
কান্না হয়ে ফিরে পাই;
বুক ভরা ভালোবাসা
আর যে কোথাও নাই।