এসে গেলো মাস জিলহজ্জ আবারই
বছরের যত পাপ,শাপ
অনাচার ঔদ্ধত্য প্রতাপ;
দিয়েছি ক্ষত রক্তের ছাপ
হৃদয়ে যত ক্রোধ উত্তাপ
কোরবানি ঈদে চলো কোরবান করি।
এসো আমরা সবি গাই সাম্যের গীত
জন্মে না ছোট বড় এ ভবে
কোলাহলে,রবে কলরবে;
জন্মেনি কেউ হয়ে দরিদ্র
কেউ ছিল না ভদ্র বা রুদ্র
ছিল না কোন এ বৈষম্য,এ হার জিত।
কোরবানির হাটে আজি সে কি যে ভিড়
গরু ছাগল নানান সাজে
শাস্তি পাবে ওরা মরি লাজে;
ওদের কি দোষ কোন কাজে
ভ্রষ্ট আমরাই রাজ্য রাজে
কত হৃদ মন্দির ভেঙ্গে করি চৌচির।
হিংসা দ্বেষ বিসর্জনে করি কোলাকুলি
উপোসে যারা,ভালোবেসে
বুকেতে টানি মাতি উচ্ছ্বাসে;
আর নয় তবে দ্বন্দ্ব ক্রোধ
জাগাই জীবন মূল্যবোধ
করি কোরবানি পাপ,দিই জলাঞ্জলি।