তোমার ঘরে আজ পূজো
আমার ঘরে ঈদের খুশী;
উৎসব আমাদের এইতো
সবার মুখে ফুটবে হাসি।
বছরে তাই আসে বারবার
দিতে অন্ন গরীবের ঘরে,
অশান্তি যন্ত্রণা হৃদয়ে তার
অহর্নিশি তো অশ্রুই ঝরে।
তুমি হিন্দু, আমি মুসলিম
কেন বৈষম্য্ সবাই মানুষ;
ভ্রাতৃত্ব হৃদ্যতা রবে অসীম
জগতে এইতো পরিতোষ।
তবু কেন ছোট বড় অনুভব
কেন এতো প্রভেদ হিংসা;
তাঁর বাণী চর্চাই তো উৎসব
শুধু প্রেম না দ্বন্দ্ব জিঘাংসা।