জীবনটা যেন একটি নদীর মতন
     নদীতে আসে জোয়ার ভাটা;
জীবনেও রয় সতত উত্থান পতন
     ফুলেল নয়ত শুধু কাঁটা।

জীবনটা যেন একটি সে বৃক্ষের মতো
     শত ফুলে ফলে পরিপূর্ণ;
মূক দাঁড়িয়ে মনে হয় রিক্ত নিঃস্ব কতো
     মলিন বদন,ক্লান্তি যেন।

জীবন এক ফুল,মেলি রঙিন পাপড়ি
     রূপে গন্ধে সবাই মোহিত;
মুগ্ধতা কোমলতায় যেন এক ঝিউড়ি
     ধীরে ধীরে সবই স্তিমিত।

            রচনা:২০১৩