- চিনতাম না গর্ভধারিণী মা’কে
স্বর্গে কাটিয়েছি নয় মাস যার বুকে;
চিড়লে হৃদয়,করি ‘উহ্’ ধ্বনি
আর ঝরে সতত তাঁরই চোখে পানি।
অচেনা সবাই,জন্মেছি যখন
চারিপাশে যারা আজ আত্মীয় স্বজন;
এ ভূতল রবি,চন্দ্র্রিমা আকাশ
সবি ছিল অচেনা,তবু সাথেই বাস।
বৃক্ষলতা পশুপাখি নদীনালা
অচেনা,তাদের সনেই এ পথ চলা।
এই হাসি গান,আনন্দ উচ্ছ্বাস
ছিল অচেনা;ছিল না কখনো আভাস।
দুঃখ দহন,কষ্ট জ্বালা বেদনা
ছিল কি পরিচিত ?এরাও তো অচেনা।
রচনা:২০১২