(জাপানে প্রচলিত ‘হাইকু’
     জাপানি কবিতা)

        এক
   এ পৃথিবীটা
সতত তেতো,ঝাল
   কদাপি মিঠা।

        দুই
   হয় কবিতা
ছন্দ তালে কথায়
   নয় চিরতা।

        তিন
   মা’র মতো কে
কাঁদবো যেথা আমি
   ভাসে অশ্রুতে।

        চার
   ভেবে ব্যাকুল
পাথরের কান্নায়
   ধুতুরা ফুল।

        পাঁচ
   শুধু মুখোশ
আজি কাঁদে সমাজ
   কাঁদে মানুষ।

        ছয়
   যন্ত্রণা ভয়
খুঁজি কোথায় তুমি
   শুধু সংশয়।

  মাত্রা: ৫-৭-৫