হতে পারিনি তাও,যেমন ঐ শরত
হৃদয়ে জন্ম নিতো কাশবন
ফুটতো ফুল, ভ্রমর গুঞ্জন
হতো শিউলি,সুগন্ধে ভরতো জগত।
শরত শ্রাবণ ধারায় কত পরিপাটী
এই সবুজ আর এই মাটি
ধুয়ে যেতো মনের জীর্ণ ঝাটি
দেহ মাটিতে রইতো শুধু পলিমাটি।
রিমিঝিমি তানে,হতো সুড়সুড়ি বৃষ্টি
কালি মুছে করতো চাঙ্গা তনু
হৃদয়াকাশে ফুটতো রংধনু
হতো আমাতেও শত কমলের সৃষ্টি।
ফুরফুরে বাতাসে দ্যাখো সবুজ হাসে
শীতল চন্দ্রিমার শুভ্র পরশে
পশু পাখিরাও নাচছে হরষে
জড়াতাম না আমিও এ কলহ দ্বেষে।
হতে পারিনি তাও,যেমন ঐ শরত
হতো কতো সাথী,প্রীতি বন্ধন
কালের স্রোতে গোধূলি লগন
থামবে কখন জানি,এ জীবন রথ।