- (মরুতে বেড়াতে এসে)
মরুতে বেড়াতে এসে হই হতবাক
কোথায় তবে ঐ সিডনী আর লন্ডন
মনে হলো যেন,এখানে সকল ধন
চোখে পড়েনি বালি তাক,উটের ঝাঁক।
শূন্য সকল রাস্তা ঘাট,কই মানুষ
চলে গাড়ি ঘোড়া অবিরত ফিস্ ফিস্
আইন কানুনেও নেই উনিশ বিশ
এতো সুন্দর এই মরু, হারাই হুশ।
রাতে এই ভুমি,সে যে কত ঝলমলে
তুলিতে আঁকা একটি ছবির মতন
কই ধূলি কই দাহ, আবাস রতন
বিদায় ছিল সিক্ত,স্বজন অশ্রুজলে।
*******
ডিসেম্বর ১৪, ২০১০