- (কাহিনী সে ব্যঙ্গ ময়)
শুনতাম আগে কাহিনী সে ব্যঙ্গ ময়
নেই কোন বৃক্ষলতা,বালি আর বালি
সারা মরুতেই নাকি মরীচিকা জালি
আজব দেশ,সতত নাকি ধূলিময়।
এতই উত্তাপ সেথা,হবে তুমি দগ্ধ
রয়েছে হাজার হাজার ঐ উট প্রাণী
কখনো তৃষ্ণার্ত,কত খূঁজে ফিরে পানি
প্রান্তরে প্রান্তরে চলে ফিরে সারি বদ্ধ।
সবাই গড়ে খেজুর পত্রে বাস গৃহ
দেখবে আরো ধু ধু মাঠ খেজুর বন
বড়ই নিঃস্ব ওরা,নেই ওদের ধন
দিনরাত অগ্নি ঝরে,বহে লু প্রবাহ।
উঁচু নীচু শত পাহাড় পর্বতে ভরা
আত্মরক্ষায় সঙ্গী ওদের,ছোরা লাঠি
ভাবতাম,ধরিত্রীর সে কেমন মাটি
এত কঠিন কেন,এই প্রকৃতি,ধরা।
ক্রমশ ......
ডিসেম্বর ১৪, ২০১০