জেগেছে মনে অতিশয় সংশয়
তারাগুলো কেন মুখটিপে হাসে;
শুধু সে তমস কারো ঘরময়
কারো ঘরে আলো খিলখিল হাসে।
জেগেছে মনে অতিশয় সংশয়
নিভি নিভি আলোতে কেন জোনাকি;
খুঁজে কাশবন,কখনো জলাশয়
পেলো শশী আলো,তাকে তবে ফাঁকি।
জেগেছে মনে অতিশয় সংশয়
অভ্রের কেন এ গুরু গুরু গর্জন
গা ভাসিয়ে বেড়াতো গগনময়
মৃত্যু মাটিতে,হয়ে বরিষণ।
জেগেছে মনে অতিশয় সংশয়
কেন আগ্নেয়গিরির এ রক্ত বমন;
মাটির পেট চিঁড়ে মোতি নিচ্ছে হায়
তুমি স্নেহময়ী,এ কার চাল চলন ?
রচনা:২০১২