তটিনী তীরে বনের ভিড়ে দেখি তারে
দৃষ্টি নন্দিত কাশফুলের রূপ শোভা;
শিউলি ফুল সুবাসে চারিদিক ভরে
শুভ্র মেঘে চাঁদ আলোয় কি মনোলোভা।
নয় অবিরাম,গুঁড়ি বর্ষণ কখনো
হেসে বেড়ায় কোমল স্নেহমাখা রোদ;
আকাশে দেখি কত হাসি,ফুটে রংধনু
হই বিস্মিত,প্রকৃতির কি শিল্পবোধ!
ধান ক্ষেতে সোনালী আলোর ঝলমল
চাষীর ঘরে ঘরে পাই নবান্ন ঘ্রাণ;
শিশিরের প্রেমে ঘাসের চোখ সজল
রাতে আরাধনা ভক্তি নৃত্য্ সুরগান।
কোথাও নেই এতো পরিমল শরত
মন ধূলি ধুয়ে হতো তেমনি জগত।
চতুর্দশপদী কবিতা