- কেন জানি ভয় হয়
জীবনের বেড়াজালে কোলাহলে;
যা লিখি কবিতা নয়
দিন দিন যাচ্ছি ঐ রসাতলে।
সকলের কাব্য পড়ি
ভাবি আমিও একটা কিছু তবে;
কবিতার মতো গড়ি
আবার ভয়, কি জানি বলে সবে।
অনেক সাধনা বলে
কৈ আসে একটি রচনার ভাব ?
এত চাপে, হট্টগোলে
হয় না পূরণ সেই স্বপ্ন খাব।
জানি না কখনো তবে
আসলেই কিছু লিখতে পারবো;
নাকি কদর্যই হবে
প্রাণ ঢেলে লিখবো তবু লিখবো।