আদি অধুনায় আজ কত ব্যবধান
মানব আবাসে নেই সবুজ বনানী;
প্রকৃতির নেই আর স্বতঃস্ফূর্ত দান
মুক্ত আকাশ মাঠ,গতিময় তটিনী।
পেট পুরে খেয়ে ছিলাম আমরা খুশী
কত আমোদ আহ্লাদে ভালোবাসা ঢেলে;
সমাজ সংসারে হাসি,মমতায় ভাসি
প্রহর কাটতো হিংসা দ্বেষ, ছুঁড়ে ফেলে।
আজ এসেছি প্রগতির ঐ শীর্ষ দেশে
পরশ্রীকাতরতায় ডুবেছে জগত
ভরে গেছে হিংসা ক্রোধে কলহ দ্বেষে
সবল শোষণে সকল জীবন রথ।
আজ আবার যেন বাসি ভালো ঐ বন
ভালোবাসি আদিম মধু মাখা জীবন।
চতুর্দশপদী কবিতা
রচনা : ২০১২