(জাপানে প্রচলিত ‘হাইকু’
     জাপানি কবিতা)

          এক
     রোদ বা বৃষ্টি
   যেন জীবন রূপ
     ঝাল বা মিষ্টি।

          দুই
     ফুটেছে কলি
   বনে আনন্দ ঢেউ
     স্বপ্নের ঝুলি।

          তিন
     মাত্র যে শুরু
   ঝড়ের মতো চলা
     শেষে তো বুড়ো।

          চার
     কত যে স্মৃতি
   নিয়তই ভেজায়
     চোখের পাতি।

          পাঁচ
     গাছের ফুল
   পাতার গর্ব যেন
     খায় যে দোল।

          ছয়
     তমস ভাবে
   কখন হবে ভোর
     সূর্য উঠবে।

    মাত্রা: ৫-৭-৫