-      ( কে পারে বাজাতে
         একদিনে ঢোল ?)

প্রতিদিন সকালে উঠেই ভাবি
   যেতে হবে ঐ কবিতার আসরে;
আজ না জানি কত সাজিয়ে সবি
   ভরে দেবে আসর শিল্প সম্ভারে।

আমার কবিতা হলে তা নিকৃষ্ট
   মুখটিপে তো হাসবেই অনেকে;
আর ভাববে,যেন না হই রুষ্ট
   ভরে দেবে মন্তব্যে তুষ্টি এঁকে।

জানি না কখন যে লিখব ভালো
   ঘষা মাজায় তো চলে গেল বেলা;
তোমরা যারা কাব্যে ছড়াও আলো
   জেনো সবি প্রেমপ্রীতি প্রাণঢালা।

যারা লিখি তবে  আবোল তাবোল
   কেউ তবে কখনো করো না গোল;
দিয়ো উদ্দীপনা,দিয়ো ধরে ভুল
   কে পারে বাজাতে একদিনে ঢোল ?

                   ***