সভ্যতার মুখখানি বড়ই মলিন
পরেছে মুখোশ,গিরগিটি আবরণ;
বীভৎস চেহারা দেখায় স্বচ্ছ মসৃণ
মানুষেরা সবি উচ্ছ্বসিত অকারণ।

শাকান্নই জুটে কৈ,উপোস প্রতিবেলা
সদা হন্নে হয়ে ঘুরে এ পাড়া ও পাড়া;
ক্ষুধা তাড়নায় চারিদিকে মৃত্যু খেলা
উৎকণ্ঠায় জীবন,সবাই তন্দ্রা হারা।

বারুদের ধোঁয়ায়, নষ্ট যেন পৃথিবী
কেউ না পায় আধুনিকতার নাগাল;
চতুর্দিকে ভাসমান সে কুৎসিত ছবি
বুভুক্ষু মানুষে ভরছে এ ধরাতল।

হও আবির্ভূত কেউ,তবে বন্ধুরূপে
নিমজ্জিত হতে কৈ বাকি সভ্যতা কূপে।

           চতুর্দশপদী কবিতা
              রচনা:২০১৩