সবুজ শ্যামল বাংলা তোমার আমার
দীন দুখী ছোট বড়,থাকি এক সাথে;
ফলাই নানা ফসল,মাটি যে সোনার
কচি বুড়ো মগ্ন রই তার সমৃদ্ধিতে।
লক্ষ প্রাণের তাজা রক্তে পেয়েছি দেশ
বীর শহীদদের রঙিন স্বপ্নে ভরা;
আর নয় গো শোষণ হেথা হিংসা দ্বেষ
গড়ব আমরা তবে,স্বর্গ বসুন্ধরা।
নির্ভয় আমরা,রই আনন্দ উচ্ছ্বাসে
গাই সতত বাংলা মায়ের স্বপ্নগান;
লাল সবুজ ঐ পতাকা উড়ে বাতাসে
বাজে বাদ্য সাথে,সে পাখির কলতান।
এ তো নয় গো শুধু কাপড় এক খণ্ড
রক্তে ভেজা এক লাল সবুজ ভূখণ্ড।
চতুর্দশপদী কবিতা
রচনা : ২০১১