আমাদের ঘরের এ আঙিনাতে
ডালিম গাছে এলো যে নব কুঁড়ি;
ভরে গেছে প্রজাপতি মৌমাছিতে
বসে পাশাপাশি,কেউ পত্র ধরি।
আবার কেউ বা বসে দুঃসাহসে
দেয়ালেই আলোর সে মুখোমুখী;
জিজ্ঞাসি আমি তারে হেসে হেসে
কোথা পেলে রঙিন এ পাখাদু’টি ?
যেই বলি,ধরেছে তার কাঁপন
এবার বুঝি তবে যাবেই উড়ে;
তারে আমি ভেবেছিলুম আপন
ভেবেছে বুঝি বসা পরের ঘরে।
শুধু দেখি,পাখায় রঙিন অঙ্কন
কে সে এঁকেছে এমনই নিখুঁত;
কেউ পারে না আঁকে তাঁর মতন
এত বৈচিত্র্য অপরূপ অদ্ভুত।
রচনা:২০১১