-                 এক
          গরীবের মনে হয়
             ক্ষুধাই বেশী;
         জীবনে পেয়ে বিজয়
             শুধুই হাসি।

                  দুই
    পড়বে কবিতা,কই মানুষ
    আজকাল অস্থির সবাই;
    জীবন যুদ্ধে নেই আর হুঁশ
    কবিতারা কাঁদে যেন তাই।

                  তিন
অতল সাগরে যেমন কত শত ঢেউ
        উথাল পাতাল করে;
জীবন সাগরেও হাবুডুবু খায় কেউ
        বাঁচার লড়াই লড়ে।

                  চার
  তুমি সুন্দর,তাই চেয়ে থাকি
        দেখি তোমার হাসি;
  খুঁজি তোমাতে কবিতার ঝাঁকি
        তাকেও ভালোবাসি।

                  পাঁচ
  কেন বলো শুধু ‘ভালোবাসি’
      কেন তবে লুকোচুরি ?
  কেন তবে আড়ালে মুচকি হাসি
      ধক্ ধক্ করে হৃদয় ঘড়ি।

                  ছয়
   আসো না কেন তুমি রোজ
        এই পথে একাকী ?
   পেলাম না সে পথের খোঁজ
        এক নজর দেখি।