আসলে আমরা অনন্য অবনী পরে
সখ্যতা সদ্ভাব সৃষ্টিতে সবার সনে;
নিজ স্বার্থ ভুলি,সবাই পরের তরে
এসেছি ভরে দিতে পৃথিবী প্রেমগানে।
কখনো নয় তবে অবজ্ঞা অবহেলা
নয় কখনো কারো মনে একটু ব্যথা;
দিতে সদা খুশী,আনন্দে কাটাতে বেলা
হতে প্রেম মমতায়, একসাথে গাঁথা।
যারা তবে নিঃস্ব,নেই এক মুঠো ভাত
কত শত এতিম, হারিয়েছে মা বাপ;
দিতে এসেছি তাদের সোনালী প্রভাত
করতে মুক্ত,ঝেড়ে সকল অভিশাপ।
ত্যাগ তিতিক্ষা হোক ব্রত এ জীবনের
চলো গড়ি শান্তি ধরা, সকল প্রাণের।
চতুরর্দশপদী কবিতা
রচনা :২০১১