কে যে অদৃশ্যে বড়ই গোপনে ছবি আঁকে
আমাদের এ জীবন ক্যানভাসে
জোছনা রাতে,যেন ঐ চাঁদ হাসে;
আঁকা বাঁকা বিবর্ণ ও কিছু ফাঁকা
কিছু কর্দমাক্ত,কিছু কালি মাখা
নিরন্তর আঁকে যা ভালো লাগে তার চোখে।
কখনো সব মুছে দিয়ে ভাবে নূতন
স্রোতস্বিনী চলে কত ঢেউ খেলে
কত নৌকার মিছিল পাল তুলে;
গেয়ে গেয়ে সে ঐ ভাটিয়ালী গান
কি আবেগ ভালোবাসা প্রেমটান
ছবি দেখে নিজেই অবাক,সুন্দর কেমন।
কখনো শিল্পী ভাবে নানান গল্প কথা
দাঁড়িয়ে চেয়ে আছে ঐ আকাশে
পরীরা যেন বেড়ায় ভেসে ভেসে;
যদি নেমে আসতো এই ভূতলে
কাছে টানতো তাকে প্রেমছলে
ভাবতো এই বুঝি জীবনের সফলতা।
হয়ত শিল্পীর আজ খারাপ মনটা
আঁকে শুধু হাহাকার কাটাকটি
মারামারি ছোঁড়াছুঁড়ি কাদামাটি;
মন হয়ে গেছে বড় এলোমেলো
রং তুলি নেই,শুধু কালোধলো
আর আঁকা নয়,বাজাবে বিদায় ঘণ্টা।
রচনা:২০১০