ওদের তবে কাঁদতে ডাকো বার বার
    কার জন্যে তোমার এ কোটি অবতার?
দিতেছ ঢেলে শুধু সে তাদেরই তরে
    কূকর্ম করে যায়,যারা জনম ভরে।

দ্যাখো ঐ পথশিশু সে কি কঙ্কাল দেহ
    জানে ওরা,কেমন জ্বালা বুভুক্ষু দাহ।
পায় অবহেলা,ঘৃণায় কুঞ্চিত আঁখি
    কেউ নেই,রাখে মমতা আঁচলে ঢাকি।

কেঁদে ফিরে,করে না কখনো আবদার
    অথচ আছে যার,ঢেলে দাও আবার।
এক মুঠো ভাত পেতে বাড়ায় দু’হাত
    তবু না করো উপশম সে অশ্রুপাত।

ওদের শুধু কাঁদতে ডেকেছো ধরায়
    ডুবে থাকতে কাউকে বিভব সরায়।

                রচনা:২০১১