- (শ্রদ্ধাঞ্জলি)
দুই বাংলাতেই তুমি,প্রাণ প্রিয় ছিলে
শিল্প কলা সম্ভারে ভরে দিলে জগত;
গর্জে উঠতে বিদেশী শোষণ অনলে
ছিলে সততই সোচ্চার,বড়ই মহৎ।
ছিলে যেন অগ্নি,ওদের জ্বালিয়ে দিলে
ঢালের মতো দাঁড়ালে মানুষের পাশে;
কখনো সৈনিক,কখনো বিদ্র্রোহ চালে
হিন্দু,খৃষ্টান,কখনো মুসলিম বেশে।
বাংলার বুকে ছিলে তুমি সে ধূমকেতু
শুধু কি কাব্য,দিলে উপন্যাস নাটক;
প্রেম গানে রচিলে এক বন্ধন সেতু
সাহিত্য জগতের ছিলে মোতি ঝলক।
শেষে কেন হলে গো এতই অভিমানী
রইলে নির্বাক,দেখেও চোখের পানি।
চতুর্দশপদী কবিতা
আগষ্ট ২৯, ২০১৩