ঝড় বৃষ্টি বাদল আর সে রোদ
    দেখছি দেখবো অহরহ;
হিংসা দ্বেষ আর এ কলহ ক্রোধ
    সবার জীবনেই প্রত্যহ।

তবুও নেই জীবন কারো থেমে
    টানা পোড়নে এগোয় কিছু;
পরিশেষে ধরে ঐ সে মৃত্যু যমে
    তখন সবই হয় মিছু।

এই মাটির বুকে সতত থাকি
    সেই বুঝি তবে সত্য খাঁটি;
দুঃখ কষ্টে কখনো দেয় না ফাঁকি
    যেন নিঃস্বের জীবন ঘাঁটি।

এমন করেই যায় দণ্ড বিতে
    হাসি কান্নায় জনম ভরা;
ঝগড়া ঝাটিতে, প্রেম আলোতে
    এই তো এই বিচিত্র ধরা।

আঁধার আলো আবার দিবা রাত্রি
    যেন এই পৃথিবীর খেলা;
সকল প্রাণী তবে রথের যাত্রী
    চলছে চলবেই এ ভেলা।

দ্যাখো,ঐ যে বলাকারা ঝাঁক ধরে
    যাচ্ছে কোথায়,আকাশ বেয়ে;
ওরাও যেন তবে সংসার করে
    ফিরবে তারা খাবার নিয়ে।

           রচনা:২০১৩