-
কত
ভাবলে তুমি
আর শেষে হলো কি?
ভাবলে ঐ নীল দিগন্ত জুড়ে
ডানা মেলে একদিন যাবেই উড়ে।
ভাবলে, বসন্তে গোলাপেরই পাপড়িগুলো
গন্ধ ছড়িয়ে তোমার মনকে করে দিবে এলোমেলো;
ভাবলে তুমি, সোনালি শস্যদানায়, এবার তোমার আঙিনায়
শুধুই খুশী আর খুশী সে দিবানিশি
ফুটবেও ফুল অলিরা হবে ব্যাকুল।
কচিরা গাইবে গান, হবে নৃত্যকলা
হেসে খেলে পার হয়ে যাবে বেলা।
শেষে অজান্তে হটাৎ যেন আজগুবি
তমসে ছেয়ে গেল তোমার পৃথিবী।