মা গো,না হোক তোমার অতো ধনরত্ন
তাদের সে ঐ দম্ভে ভরা রানীর মতো;
জন্ম দিলে তব বুকে,দিলে আরো যত্ন
আরো দিলে ফল মূল খাদ্য কণা কতো।

রোদে অঙ্গ জুড়াই,তোমার কোলে বসে
দিলে গন্ধে ভরা মুক্ত মাঠ যেথা হেথা;
সে কি আকুল করা চাঁদ,গগনে ভাসে
বেড়াই হেসে খেলে,মনে রয় না ব্যথা।

সবুজ শ্যামল শস্য ক্ষেত চারিদিকে
বাতাসে নাচে যেন,দুলেও অবিরত;
নদী নালা ঝর্ণা ধারা চলে এঁকেবেঁকে
বনে বনে নানা পশুপাখি অগণিত।

আছি বড় সুখে তোমার আঁচলে ডুবি
লালিত পালিত,তাই তো গর্বিত সবি।

            চতুর্দশপদী কবিতা
               রচনা:২০১২