‘সুখ সুখ’ করে যেন পাগল সবাই
সুখ তবে কোথায় মেলে,জানে না কেহ;
পরোপকারে সুখ,যে মনে পায় ঠাঁই
স্বার্থ দিয়ে বলী,বিলায় মমতা স্নেহ।
কেন যে এসেছি আমরা অবনী পরে
আপত্তি নেই, হও ধনাঢ্য বিত্তবান;
এ মগজে স্বপন যদি পরের তরে
তবেই বুঝি পাবে,সেই সুখ সোপান।
নিজেকে নিয়ে মানুষেরা ব্যস্ত এতই
চারিপাশে আজি হাহাকার চিৎকার;
কান্না বিলাপ দুঃখ জ্বালা যন্ত্রণা অথৈ
তবু রয় উন্নাসিক,রয় নির্বিকার।
দিয়ে বেড়ায় যারা,হাসি সুখ হাওয়া
সেই তো সুখ,জীবনে পরম পাওয়া।
চতুর্দশপদী কবিতা
রচনা:২০১২