-            এক
        নাচাও তুমি
এই তো তোমার খেলা;
       দিয়েছো ভূমি
সাজাতে মিছে এ মেলা।

             দুই
  পৃথিবীটা বড়ই নিঠুর
যদি না থাকে পেশী বল;
  স্বপ্ন যত,হবে চুরচুর
আঁখিও তবে ছল ছল।

             তিন
এ দীর্ঘশ্বাস আসলে ধোঁয়া
  বের হয় হৃদয় পুড়ে;
জয়ী হওয়া নয় গো মোয়া
  পেতে হয় শ্রমের জোরে।

             চার
ইতিহাস নির্বাক সাক্ষী
   সতত সত্য বলে;
নয় লোভী,বুঝে না ফাঁকি
   কভু ফাঁসে না জালে।

             পাঁচ
একটি মৌমাছি, সেও পূজারী
   ফুটন্ত রঙিন ফুলের;
বারে বারে আসে ঘুরে ফিরি
   এতই আসক্ত প্রেমের।

             ছয়
কে আমি, রহিম না রাম ?
  এলাম এ পৃথিবীতে;
কোথায় কেমন ছিলাম,
  এসেছি হেথা কি  নিতে ?