চুইয়ে চুইয়ে অনর্গল রক্ত ঝরা
হৃদয়ের সে ঐ গহীনে;
তবু হাসি,চারিপাশে এই মানুষেরা
জানে না কেহ কোন জনে।
রঙরসে কখনও দিই হাততালি
ভাবে সবি,কত না খুশী!
অন্তরে টগবগিয়ে ফুটে দুঃখগুলি
জোর করে তবু যে হাসি।
চারিপাশে কত উচ্ছ্বাস ঢোল বাজনা
কে দ্যাখে এ হৃদয়পট ?
চমকে উঠবে দেখলে অন্তরখানা
সবি হেথা ওলটপালট।
কাক ডাকা ভোরে শুরু হয় দল বেঁধে
আবারও ঐ পথচলা;
কেন জানি কি জ্বালা মোচড়ে উঠে হৃদে
কাউকে যে যায় না বলা।
রচনা:২০১৩