প্রত্যাশা সতত ঠেকে অনড় দেয়ালে
পারে না এগোতে,পথে দাঁড়ায় আঁধার;
মানচিত্র এ জীবনের,যায় বদলে
বেজে উঠে কত হাহুতাশ হাহাকার।

কানে বাজে শুধু আশার ব্যঙ্গ কীর্তন
স্বপ্ন পালক সবই যেন যায় ঝরে;
আকাশটা ছোঁবে, নেই আর সে মনন
অস্থির প্রত্যাশা লাফায় হৃদ মন্দিরে।

আকাশে বাতাসে বেজে উঠে কান্না সুর
যেন ছুড়ির মতো তীক্ষ্ণ এ আশা চাবুক;
ঘাতে ঘাতে প্রত্যাশার করে চুর চুর
নেমে আসে আঁধার এমনি এ ভূলোক।

নিভে যে আশার দীপ,তা কি আর জ্বলে
শ্রাবণ ঢল কি আসে ফিরে,চলে গেলে ?

            চতুর্দশপদী কবিতা
                রচনা:২০১১