- (কবি গুরুকে শ্রদ্ধাঞ্জলি)
ভাষা বাংলা সাহিত্যের অলঙ্কার তুমি
যদিও জন্ম তোমার জমিদার ঘরে;
ভালোবেসেছো মানুষ প্রকৃতি এ ভূমি
শাসক হয়ে কর্ম তব কাব্যের সুরে।
শৈশবেই অনীহা সে রাজ দরবার
তীর বন্দুক ছেড়ে ধরো কলম খাতা;
বয়স আটেই দিলে কাব্য উপহার
ছড়িয়ে দিলে ভুবনে শিল্প গল্প কথা।
পেলেও পুরষ্কার, পেলে কত উপাধি
সতত লেখালিখি সৃজিলে গীত মালা;
চলে গেলে আমাদের প্রেম ডোরে বাঁধি
ধনাঢ্য হয়েও, কি নির্মল পথ চলা।
বিশ্ববাসীকে কাঁদিয়ে নিলে তো বিদায়
রত্নাকর সে রবি পাবো আর কোথায় ?
চতুর্দশপদী কবিতা
August 7, 2014