- এক
(অবসর)
প্রতিপালক আমাদের, এই আল্লাহ্ ঈশ্বর
যাবতীয় যা আর পৃথিবীতে,সবি তো নশ্বর;
কি লাভ বলে ‘আমার আমার’
কিছুই তো নয় আমার তোমার
খানিক বাদেই তো তুমি আমি নিবো অবসর।
দুই
(পথ চেয়ে যারা)
আজ লঞ্চ ডুবি,কাল ট্রেন,পরশু সড়ক দুর্ঘটনা
অহরহ যেন,কতটুকু বা তার,আমাদের জানা;
ঝরে যায় নিবেদিত কত সে প্রাণ
কিভাবে তবে তাদের ভোজন পান
স্বপ্ন আবেশে পথ চেয়ে যারা,সবি তো রয় অজানা।
লিমেরিক ছন্দ:ক ক খ খ ক