- এক
এতো আকুতি ডাকাডাকি তোমাকে
তুমি কি আছো কোথাও ?
মানুষের এ আহাজারি এ ভূলোকে
তুমি কি শুনতে পাও ?
দুই
যখনই দেশে হয় ভোট
কানে শুরু ব্যথা;
শুনি সে নূতন সব জোট
আজগুবি কথা।
তিন
যত চাই ভুলে যাব তোমায়
কিন্তু একি !
বারে বারে মনে পড়ো হায়
চোখেও দেখি।
চার
যখনই দেখি আকাশে ঐ শশী
কত সুন্দর হাসে;
রূপ তার কি আর তেমন বেশী
তুমিও কম কিসে ?
পাঁচ
তোমাদের তো অনেক কিছুই আছে
মিটে না তবু তেষ্টা;
যাদের নেই জীবনটাই তো মিছে
শূন্য জীবন পৃষ্ঠা।