- (অনুবাদ অনুসরণে)
এ ব্রহ্মাণ্ডের অধিপতি মালিক তুমি
এ প্রশংসা এ গুণগান সবি তোমার;
চন্দ্র সূর্য গ্রহ তারা এ ধরিত্রী ভূমি
দান তোমারই,আরো শত অবতার।
প্রতিদান দিবসের মালিকও তুমি
তোমারই এবাদত করি দিন রাত;
যেন চলি তব প্রিয়দের পদ চুমি
সতত করো কৃপা,দিয়ো গো নেয়ামত।
যারা সিদ্দিক্বীন শুহাদা ও সালেহীন
দিতেন সতত অপরের মূল্যবোধ;
তৌহিদ জ্ঞানের আকর তুলনাহীন
দিয়ো আমাদের তেমনই ভাগ্য,বোধ।
অভিশপ্ত যারা,ভ্রান্ত পথে পৃথিবীতে
ওপথে নয়,যেন চলি সে সত্যপথে।
চতুর্দশপদী কবিতা
মূল:সুরা ফাতেহা